বাসস দেশ-১৭ : রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় গাড়ি ও চালকদের বিরুদ্ধে ২৪১৬টি মামলা

304

বাসস দেশ-১৭
ডিএমপি-মামলা
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় গাড়ি ও চালকদের বিরুদ্ধে ২৪১৬টি মামলা
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গ করায় গাড়ি ও চালকদের বিরুদ্ধে ২৪১৬ টি মামলা করেছে ঢাকা মহানগর কমিশনের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ।
শনিবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করে।
এ সময় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৭ লাখ ২৩ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
ট্রাফিক সূত্রে জানা যায়, এসব মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে ২৬৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৬১টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ৭টি, বিভিন্ন স্টিকার লাগানোর জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের অভিযোগে ১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়।
ট্রাফিক আইন অমান্য করায় ৯৪৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ৭৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের অপরাধে চালকের বিরুদ্ধে ৯টি মামলা দেওয়া হয়।
এ ছাড়াও অভিযানে ১৫টি গাড়ি ডাম্পিং ও ৪১৭টি গাড়ি রেকার করা হয়।
বাসস/সবি/এফএইচ/১৮২০/- জেজেড