বাসস দেশ-১৬ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’

336

বাসস দেশ-১৬
জাতীয় ঐক্যফ্রন্ট-সংবাদ সম্মেলন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’
ঢাকা, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।
তবে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে ভোটের তারিখ এক মাস পেছানোর জন্য দাবি করা হয়েছে।
ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের আন্দোলনের অংশ হিসেবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’ বিএনপি’র মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টভুক্ত অন্যান্য দলের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনে অংশ নেন।
তিনি বলেন, নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির জন্যই নির্বাচন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণা করা উচিত।
ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় বলেন, ঐক্যফ্রন্টের চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঐক্যফ্রন্টের নেতা আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সুলতান মোহাম্মদ মনসুর এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/কেএকে/জেডআরএম/১৮১০/আরজি