বাসস বিদেশ-৬ : আবুধাবির যুবরাজকে স্বাগত জানিয়েছেন সৌদি বাদশাহ

141

বাসস বিদেশ-৬
সৌদি আরব-কূটনীতি
আবুধাবির যুবরাজকে স্বাগত জানিয়েছেন সৌদি বাদশাহ
রিয়াদ, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : সৌদি বাদশাহ সালমান শনিবার আবুধাবির যুবরাজকে স্বাগত জানিয়েছেন। দেশটির রাষ্ট্্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
উপসাগরীয় মিত্র দেশ দুটির নেতৃত্বে ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী হোদেইদা দখলের জন্য হামলা চালাচ্ছে জোট বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে দেশটির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল এ সফরে রয়েছে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধরত বিমানে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ সহযোগিতা চুক্তি স্থগিত করার পর আমিরাতের যুবরাজ এ সফর করছেন।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, দুই নেতার মধ্যে ‘এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি ও সৌদি জোট যে সংকটের সম্মুখীন হচ্ছে তা পর্যালোচনা করেন।’
গত মাসে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগির হত্যার পর আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।
খাসোগি প্রশ্নে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবকে পূর্ণ সমর্থন দিয়েছে।
এদিকে জোট বাহিনীর সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী হোদেইদার ভেতরে ঢুকে পড়েছে।
শনিবার হুতি বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর সরকারি বাহিনী শহরটির প্রধান হাসপাতাল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
বাসস/ কেএআর/৩-২৫/জুনা