বাজিস-৩ : পিরোজপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ১২টি ভবন নির্মিত হচ্ছে

313

বাজিস-৩
পিরোজপুর-ভবন নির্মাণ
পিরোজপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ১২টি ভবন নির্মিত হচ্ছে
পিরোজপুর, ১১ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় ১২টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এসব প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ চলতি অর্থ বছরেই শেষ হবে। পিরোজপুরের প্রত্যন্ত এলাকা মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া, ১০ শয্যা মা ও শিশু হাসপাতাল ভবন নির্মাণ করা হচ্ছে। ৪ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে এ মা ও শিশু হাসপাতালের নির্মাণ কাজ আগামী ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে। এ হাসপাতালটিতে নরমাল ডেলিভারী, মা ও শিশু চিকিৎসার পাশাপাশি অপারেশন এর ব্যবস্থা থাকবে।
জেলার সদর উপজেলা, নাজিরপুর, ইন্দুরকানী, কাউখালী ও নেছারাবাদে ৫টি পরিবার পরিকল্পনা অফিস কাম ষ্টোর ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভবন নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ টাকা। এ ভবনগুলোর নির্মাণ কাজ আগামী জুন মাসের মধ্যেই শেষ হবে। পিরোজপুরের ২টি নতুন কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ করা হচ্ছে। এ দুটি হচ্ছে স্বরূপকাঠীর বরচাকাঠী এবং রঙ্গাকাঠীতে। প্রতিটি ভবন নির্মাণে ২৬ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া ৪টি কমিউনিটি ক্লিনিক পুন নির্মাণ করা হচ্ছে। এগুলো হচ্ছে, ভান্ডারিয়ার চিঙ্গুরিয়া, নয়ারহাট, মঠবাড়িয়ার মাঝের চর ও খ্যাতাচিরায়। এ ভবনগুলো নির্মাণে গড়ে প্রায় ২৩ লাখ টাকা ব্যয় করা হচ্ছে। এ ভবনগুলোও আগামী জুন মাসের মধ্যেই শেষ হবে। এ ৬টি কমিউনিটি ক্লিনিক চালু হলে পল্লী এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে যাবে। স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হক জানান এসব ভবনের কাজ যথা সময়ে শেষ হলে এ জেলার পল্লী এলাকায় চিকিৎসা সেবায় আরো এক ধাপ অগ্রগতি সাধিত হবে। প্রতিটি ভবন নির্মাণে যথাযথ ভাবে তদারকি করা হচ্ছে এবং কোন ধরনের অনিয়মের প্রশয় দেয়া হচ্ছে না।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১২০/নূসী