বাসস দেশ-২৬ : জেপি’র দলীয় মনোনয়ন আবেদনপত্র বিক্রি শুরু

339

বাসস দেশ-২৬
জেপি-মনোনয়ন
জেপি’র দলীয় মনোনয়ন আবেদনপত্র বিক্রি শুরু
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৮ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টি- জেপি’র মনোনয়নের আবেদনপত্র বিক্রয় ও গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।
সকালে জেপি চেয়ারম্যান ও পানি সম্পাদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি আবেদনপত্র ক্রয় ও দাখিল প্রক্রিয়া উদ্বোধন করেন। জেপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন এমপি, এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দিন জেপি’র দলীয় মনোনয়নের আবেদন সংগ্রহ করেছেন, দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, আবু সাঈদ খান, নাজমুন্নাহার বেবী, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান তরফদার, আশরাফুল ইসলাম, কাজী জাহাঙ্গীর আমির, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ-সাধারণ সম্পাদক এনামুল ইসলাম রুবেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, আইন বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ, মানবধিকার সম্পাদক বাবর আলী খান, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন সুলতান, কুমিল্লা (উত্তর) জেলা সহ-সভাপতি আব্দুস সাত্তার, নরসিংদী জেলার আহ্বায়ক মো. ওসমান গণি প্রমুখ।
বাসস/সবি/এমএন/১৯৫০/জেজেড