সিরিয়ায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত

279

দামেস্ক, ১০ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ার আল-জউর প্রদেশে শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানায়। খবর সিনহুয়ার।
সূত্র মতে, দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার আল-জউর প্রদেশের হাজিন শহর লক্ষ্যকরে এ বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
এরআগে, ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় মার্কিন নেতৃত্বে বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের কথা জানানো হয়েছিল।
উল্লেখ্য, ইরাকের সীমান্তবর্তী ইউফ্রেতিস নদীর পূর্ব তীরে থাকা আইএস জঙ্গিদের পরাজিত করতে যুক্তরাষ্ট্র কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সহযোগিতা করে আসছে।
গত ১০ সেপ্টেম্বরের পর কুর্দি গ্রুপ এ এলাকায় তাদের অভিযান জোরদার করেছে।
এদিকে তেল সমৃদ্ধ এ এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান চালানোর উদ্দেশ্য নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন তুলেছে সিরীয় সরকার।