ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৯ জনের মৃত্যু, এলাকা ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার লোক

420

প্যারাডাইজ (যুক্তরাষ্ট্র), ১০ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে নয়জন মারা গেছে। হাজার হাজার লোককে শুক্রবার সরিয়ে নেয়া হয়েছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় বিখ্যাত অবকাশ কেন্দ্র মালিবু চরম হুমকির মুখে পড়েছে। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, দাবানলে মারা যাওয়া সকলেই প্যারাডাইজ শহরের বাসিন্দা। সেখানে বসবাস করা সকলকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। শহরটিতে মোট ২৬ হাজার লোক বসবাস করে।
ক্যালিফোর্নিয়া দমকল বিভাগ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দাবানলের সূত্রপাত ঘটে। ‘ক্যাম্প ফায়ার’ হিসেবে পরিচিত এ দাবানল পরে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যাওয়া এলাকার আয়তন প্রায় ৭০ হাজার একর। দাবানলটি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে দু’টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটেছে।