নারায়ণগঞ্জে সমবায় ব্যাংক কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

694

নারায়ণগঞ্জ, ১৫ মে, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ সেবার সফল ধারাবাহিকতার কারণে বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের মহাসড়কে রয়েছে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ।
আজ মঙ্গলবার প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে সমবায় ব্যাংকের অর্থায়নে ৯৫ ভাগ সম্পন্ন বিএসবিএল কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এসময় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মোঃ আহসান কবীর, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মোঃ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সমবায়ীদের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান সমবায় ব্যাংক সমবায়ীদের জীবন মানোন্নয়নে রুপকল্প-২০২১ এর আলোকে বিশেষ আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষক বান্ধব সরকার পাঁচ হাজার টাকা পর্যন্ত সমবায়ী কৃষকদের ঋণের সুদের ওপর ভর্তুকির অর্থ প্রদান করেছে। এতে করে সমবায়ীদের দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে।
ভবনটির নির্মাণকাজে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের আগস্ট মাসের আগেই প্রকল্পটি শেষ হবে। ভবনটি নির্মিত হলে নারায়ণগঞ্জের সমবায়ীদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে।
এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন দশতলা ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে ঘুরে দেখেন।