নড়াইল রামকৃষ্ণ মিশনে চিকিৎসা সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

322

নড়াইল, ৯ নভেম্বর, ২০১৮ (বাসস) : নড়াইল রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে আশ্রম ও মিশন চত্বরে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারতের পশ্চিমবঙ্গের বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কলিকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানইসসট্রাল হাউজ এন্ড কালচারাল সেন্টারের সম্পাদক শ্রীমৎ স্বামী পুর্ণাত্মানন্দজী মহারাজ।
স্বাগত বক্তব্য রাখেন নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ।
অনুষ্ঠানে রামকৃষ্ণ ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেইী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি সুবাস চন্দ্র বোস জানান, বিভিন্ন জায়গা থেকে অনুদান প্রাপ্ত প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ সেবা কেন্দ্র নির্মাণ করা হবে।