যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের প্রশংসা জাপানের অ্যাবের

245

টোকিও, ৯ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শুক্রবার সকালে ফোনালাপের সময় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।
চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদ সুগা জানান, ট্রাম্প অ্যাবের প্রশংসার প্রতি সম্মান জানান এবং তিনি জাপানের এ প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেও প্রতিনিধি পরিষদ ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে মার্কিন কংগ্রেস সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
সুগা জানান, এ দুই নেতা প্রায় ১০ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন।
এদিকে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স অ্যাবের সাথে বৈঠক করতে আগামী সপ্তাহে জাপান সফরের পরিকল্পনা করছেন।