বাসস দেশ-৪৩ : জেপি’র পার্লামেন্টারি বোর্ড গঠন : নির্বাচনে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আবেদনের আহ্বান

601

বাসস দেশ-৪৩
জেপি-বোর্ড-গঠন
জেপি’র পার্লামেন্টারি বোর্ড গঠন : নির্বাচনে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আবেদনের আহ্বান
ঢাকা, ৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম জেপি’র পক্ষ হতে নির্বাচনে অংশ গ্রহণে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আবেদনের আহ্বান জানিয়েছেন।
পাঁচশত টাকার বিনিময়ে ১০ নভেম্বর হতে জেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদনপত্র পাওয়া যাবে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফেরতযোগ্য দশ হাজার টাকাসহ জমা দিতে হবে।
জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে সভাপতি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামকে সদস্য সচিব করে জেপি’র পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা হলেন, জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, শাহ মোঃ রফিকুল বারী চৌধুরী, এ.এইচ.এম সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা, মোঃ রুহুল আমিন ও সাদেক সিদ্দিকী।
পার্লামেন্টারী বোর্ড আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ ও মনোনয়ন চূড়ান্ত করবে।
বাসস/সবি/এমএআর/২২১০/-জেহক