পঞ্চগড়ে কৃষকদের হলুদ চাষে আগ্রহ বেড়েছে

441

পঞ্চগড়, ৮ নভেম্বর ২০১৮ (বাসস) : জেলায় মসলা জাতীয় ফসল হলুদ চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েছে। উৎপাদন খরচ কম এবং বিক্রয় মূল্য ভাল পাওয়ায় ধান ও অন্যান্য কৃষিপণ্যের পাশাপশি স্বল্প পরিশরে হলেও স্থানীয় কৃষকেরা হলুদ চাষ করছেন। ভাল বাজার দর পেলে আগামীতে হলুদ চাষ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও কৃষিবিভাগ।
পঞ্চগড় জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে জানা গেছে, এবার বারী-১ জাতের হলুদ প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। বিগত বছরগুলোতে হলুদের ভাল দাম পাওয়ায় এবার হলুদ চাষে কৃষক আগ্রহী হয়ে উঠেছে। বারী ১ জাতের হলুদের আকার মোটা এবং রং অন্যান্য হলুদের তুলনায় ভাল। এ জাতের হলুদ প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ উৎপাদন হয়। যা বাজারে বিক্রি হয় ৪৫ থেকে ৫০ হাজার টাকায়। গত মৌসুমে প্রতি মণ কাচা হলুদ বিক্রি হয়েছে ৮শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। তবে এ মৌসুমে দাম আরও বাড়বে বলে আশা কৃষকদের। হলুদ চাষে জৈব্য সার ব্যবহারে খরচ খুব কম হয়। বিঘা প্রতি সার ও বীজসহ খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। হলুদ ছায়াযুক্ত জমিতে ভাল চাষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান , হলুদ চাষের পরিমান খুব বেশি না হলেও ধানের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের চাষিরা হলুদ চাষের দিকে আকৃষ্ট হচ্ছে। চলতি মৌসুমে হলুদের রোগ প্রতিরোধে কৃষকদের গঠনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। এ ফসল এমনিতেই তেমন রোগ বালাইয়ে আক্রমণ হয়না।