রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জাতিসংঘের

312

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১৫ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালে রোহিঙ্গা সংকট সমাধানে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মিয়ানমার থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গাকে জোরপূর্বক তাড়িয়ে দেয়া হয়েছে।
নিকি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি।’
অবরোধের বিষয়টি সরাসরি উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘এই সংকট সমাধানে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণে বাধ্য কারার মতো হাতিয়ার আমাদের আছে এবং আমাদের অবশ্যই এটা প্রয়োগ করতে হবে।’
এই মার্কিন দূত ‘দ্রুত একটি প্রস্তাব পেশ ও সমর্থনের’ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, রাখাইনের প্রায় ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।’