আগামী ডিসেম্বরেই মহম্মদপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে

575

মাগুরা, ৭ নভেম্বর ২০১৮(বাসস) : চলতি বছরের ডিসেম্বরেই মহম্মদপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে। এর মধ্যে দিয়ে সমগ্র মাগুরা জেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে।
জেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মহম্মপুর উপজেলায় আগামী ১৮ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ লাইনের কাজ শেষ হবে। সেই সাথে গ্রাহক সংযোগ শেষে এ বছরের ডিসেম্বরের মধ্যে এ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। মহম্মদপুর উপজেলায় ৭৪ কোটি টাকা ব্যয়ে ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত ৪৯৬ কিলোমিটার এলাকা বিতরণ লাইন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে কাজ শেষ হয়েছে ৯৮ শতাংশ। কাজ সম্পন্ন হলে ডিসেম্বেরের মধ্যে সেখানে সেচ, শিল্প বাণিজ্যসহ মোট ৪৬ হাজার ৯৯৭ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।
তাদের দেয়া তথ্য মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের আওতায়’ গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার অংশ হিসেবে মাগুরা জেলার চার উপজেলার মধ্যে তিনটি উপজেলায় ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চলতি বছরের ১ নভেম্বর মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ২০১৭ সালের ১০ ডিসেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শালিখা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মফিজুর রহমান জানান, ইতিমধ্যে মাগুরা জেলার শালিখা, সদর এবং শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুৎতায়ন হয়েছে। যা প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ তিন উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন।
চলতি বছরের ডিসেম্বরে মহম্মদপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসার মধ্যে দিয়ে পুরো মাগুরা জেলা শতভাগ বিদ্যুতায়ন কাজ সম্পন্ন হবে। শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে বৈদ্যুতিক লাইন নির্মাণের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। লাইন নির্মাণের বাকি কাজ চলতি বছরের ১৮ নভেম্বরের মধ্যে শেষ হবে। এর পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আবাসিক, শিল্প প্রতিষ্ঠান, সেচ এবং বাণিজ্যিকসহ অন্যান্য স্থানে বিদ্যুৎ সংযোগ দেয়া শেষ হলে ডিসেম্বরেই এ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
এ বিষয়ে মাগুরা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার যে উদ্যোগ নিয়েছেন তার প্রথম পর্যায়ে শালিখা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়। এরপর মাগুরা সদর ও শ্রীপুর উপজেলাও শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। এটি মাগুরাবাসির জন্য প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার। এ বছরের ডিসেম্বর মাসেই মহম্মদপুর উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। এর ফলে সমগ্র মাগুরা জেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে। যা মাগুরা বাসীর জন্য একটি মাইলফলক।