বরগুনায় সাড়ে আট হাজারের বেশি কৃষক ‘কৃষি প্রণোদনা’ পাচ্ছেন

395

বরগুনা, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলার সাড়ে আট হাজারের বেশি কৃষক ‘কৃষি প্রণোদনা’ পাচ্ছেন। কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় নগদ অর্থসহায়তা সহ বিভিন্ন ফসল উৎপাদনে এ প্রণোদনা দেয়া হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
জেলা কৃষি বিভাগের সিনিয়র কৃষি কর্মকর্তা এসএম বদরুল আলম জানিয়েছেন, বরগুনা জেলার ৬ উপজেলায় ২ হাজার ২শ কৃষককে ভুট্টা চাষের জন্য, ৩শ কৃষককে চিনাবাদাম, ৪ হাজার জনকে শীতকালীন মুগ, ১ হাজার ৫শ জনকে খেসারি, ৫ শ জনকে ফেলন ডাল, ২৫ জন কৃষককে বিটি বেগুন চাষের জন্য মনোনীত করে তালিকা ভুক্ত করা হয়েছে।
একটি পরিবার থেকে ১ জন করে মোট ৮ হাজার ৫ শ ২৫ জন কৃষক এ প্রণোদনা পাচ্ছেন বলে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক শাহী নূর আজম জানান। তিনি আরও জানিয়েছেন, কৃষকদের সার-ওষুধ, নগদ অর্থ ও পরামর্শগত সহায়তাও দেয়া হচ্ছে।