যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথমবারের মতো দুই মুসলিম নারী নির্বাচিত

292

শিকাগো, ৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের ভোটাররা দুজন মুসলিম নারীকে মঙ্গলবার সংগ্রেস সদস্য নির্বাচিত করেছেন। এরা দুজনেরই ডেমোক্র্যাট দলের সদস্য। এটি যুক্তরাষ্ট্্েরর ইতিহাসের প্রথম ঘটনা। খবর এএফপি’র।
সোমালি শরণার্থী ইলহান ওমর মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তিনি কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসোনের স্থলাভিষিক্ত হবেন।
ফিলিস্তিনী অভিবাসী দম্পতির সন্তান ও সমাজকর্মী রাশিদা তিলাইব কংগ্রেসের একটি আসনে নির্বাচিত হয়েছেন। তিনি বাধাহীনভাবেই নির্বাচিত হয়েছেন। আসনটিতে কোন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ছিল না।
এই নিয়ে হাউসে মোট মুসলিম সদস্যের সংখ্যা দাঁড়ালো তিন জনে।
কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পুননির্বাচিত হয়েছেন। তিনি একজন আফ্রিকান-আমেরিকান মুসলিম।