লোহাগড়ার দিঘলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

298

নড়াইল, ১৫ মে, ২০১৮ (বাসস) : জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টি কেন্দ্রের ৫৫ কক্ষে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্তু। নির্বাচনে চেয়ারম্যান পদে নিহত পলাশের স্ত্রী নীনা ইয়াছমিন (নৌকা), এস এম মাকছুদুল হক (ধানের শীষ), স ম ওহিদুর রহমানের (আনারস) ও সাহিদুল আলম (চশমা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৭ হাজার ৯৪৭ জন ভোটার ভোট প্রদান করবেন এর মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৯৮৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ৯৬১ জন। নির্বাচনে ১১জন প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ৫৫ জন এবং ১১০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে।
ভোট কেন্দ্রগুলোতে আইন-শৃংখলা রক্ষায় আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব এবং বিজিবি দায়িত্ব পালন করছে।
লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, শান্তিপূর্ণভাবে মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা শেখ লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।