বাজিস-১০ : ফেনীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৬৬৯৪২ জনকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে

327

বাজিস-১০
ফেনী-ভাতা
ফেনীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৬৬৯৪২ জনকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে
ফেনী, ৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৬৬ হাজার ৯৪২ জনকে মাসিক ভিত্তিতে বিভিন্ন হারে ভাতা প্রদান করা হচ্ছে।
জেলা সমাজ সেবা অধিদফতরের উপ পরিচালক মোস্তফা রহিম খান জানান, ভাতা প্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩৯৩৭৯ জন বয়স্ক ভাতাভোগী, ১৪১২১ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা, ৯৪০৮ জন প্রতিবন্ধী, ৭৪৩ জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত, ৩০১৮ জন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাভোগী, ১৫৬ জন দলিত ও হরিজন বয়স্ক ভাতাভোগী এবং ১৩৯ জন দলিত ও হরিজন জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি। বয়স্কভাতা মাসিক ৫০০ টাকা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা মাসিক ৫০০ টাকা, প্রতিবন্ধী ভাতা মাসিক ৭০০ টাকা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি মাসিক ৫০০ টাকা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা মাসিক ১০ হাজার টাকা, দলিত ও হরিজনদের বয়স্ক ভাতা মাসিক ৫০০ টাকা এবং দলিত ও হরিজনদের ছাত্রছাত্রীদের মাসিক শিক্ষা ও উপবৃত্তি ভাতা ৩০০ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ বছর আমলে এই সব ভাতার পরিমাণ বাড়িয়ে বর্তমান হার প্রদান করছে। ফলে এই কর্মসূচির আওতায় জেলাতে প্রতিবছর ৭৬,৮৬,৯১,২০০ টাকা ব্যয় হচ্ছে।
বাসস/সংবাদদাতা/২০৩৫/মরপা