বাসস দেশ-৩১ (প্রথম কিস্তি) : আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

331

বাসস দেশ-৩১ (প্রথম কিস্তি)
শেখ হাসিনা-সংলাপ
আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
ঢাকা, ৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আন্দোলনের নামে দেশে নাশকতামূলক কর্মকান্ড এবং সহিংসতা চালালে কঠোর হস্তে তা দমন করা হবে।
আজ রাতে গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বাম গণতান্ত্রিক জোটের মধ্যে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনের নামে আপনারা দেশে নাশকতা ও সহিংসতা চালাবেন আর আমরা ঘরে বসে বসে ডুগডুগি বাজাবো এটা মনে করবেন না।’
আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের কিছু নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা সমাবেশে লম্বা লম্বা কথা বলেছেন আমরা তাদের সম্পর্কে সবকিছুই জানি।’
ওবায়দুল কাদের সংযতভাবে কথা বলার আহ্বান জানিয়ে বলেন, যদি কোন বক্তব্য ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যায়, তার ফলাফল গণতন্ত্রের জন্য শুভ হবে না।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অশ্লীল ও অশোভন বক্তব্যের সূচনা হয়েছে। জনগণের মধ্যে হতাশা বৃদ্ধি পেলে তারা বেপরোয়া হয়ে উঠবে।’
চলবে/বাসস/এসএইচ/অনু-এবিএইচ/১২২৫/এবিএইচ