মুস্তাফা নূরউল ইসলাম ছিলেন দেশের ইতিহাসের অংশ

699

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ মে, ২০১৮ (বাসস) : জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূরউল ইসলাম ছিলেন বাংলাদেশের ইতিহাসের অংশ। তার লেখা এবং সৃষ্টি কর্মের মধ্যদিয়ে তিনি বারবার ফিরে আসবেন।
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের উদ্যোগে অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বাংলা সংস্কৃতির পরিম-ল নির্মাণে অসামান্য ভূমিকা রেখেছেন। বাঙালির জাতীয় জীবনে অস্তিত্বের প্রতীক ছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক এস এম আবু দায়েনের সভাপতিত্বে স্মরণ সভায় উপাচার্য ড.ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, অধ্যাপক আ খ ম আশরাফউদ্দিন, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা,অধ্যাপক খালেদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন ।
জাবি’র বাংলা বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় উপাচার্য বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মতো দেশ-বরেণ্য শিক্ষকদের আশ্রয়ে এই বিশ্ববিদ্যালয় বর্ধিষ্ণু হয়েছে। তার চলে যাওয়ায় দেশ-জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।