বাসস প্রধানমন্ত্রী-৫ (লিড) (প্রথম কিস্তি) : ১৪ দল ও ইউএনএ সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে সম্মত

625

বাসস প্রধানমন্ত্রী-৫ (লিড) (প্রথম কিস্তি)
শেখ হাসিনা-সংলাপ
১৪ দল ও ইউএনএ সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে সম্মত
ঢাকা, ৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল এ্যালাইন্স (ইউএনএ) সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অংশগ্রহণে সম্মত হয়েছে।
আজ রাতে গণভবনে দুই জোটের মধ্যে অনুষ্ঠিত সংলাপ থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘দেশের আইন ও সংবিধান অনুযায়ী আমরা আগামী নির্বাচনে যোগ দিতে সম্মত হয়েছি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। উভয় পক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একমত হয়েছে।
তিনি বলেন, ‘১৪ দল ও মহাজোট নির্বাচনে লড়াই করতে এবং একসঙ্গে সরকার গঠনে সম্মত হয়েছে।’
বিএনপি নির্বাচন বর্জন করলে কি অবস্থান নেয়া হবে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক মেরুকরণের ভিত্তিতে জোট তখন ব্যবস্থা নেবে।
মহাজোটের মধ্যে আসন বণ্টন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়টি এখনও চূড়ান্তকরণ হয়নি। তিনি বলেন, একটি ছোট কমিটির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে।
চলবে/বাসস/এসএইচ/অনু-এবিএইচ/২২৫৫/এবিএইচ