নীলফামারীতে ভিজিএফ চাল পাবে ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯ পরিবার

359

নীলফামারী. ১৪ মে, ২০১৮ (বাসস) : জেলায় সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ হবে ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯ পরিবারের মাঝে। চলতি মাসের মধ্যেই জেলার ৬ উপজেলায় প্রতি পরিবারে মাঝে ১০ কেজি করে ওই চাল বিতরণ করা হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র জানায়, কোন উৎসব অথবা দুর্যোগ মুহূর্তের জন্য সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ওই ভিজিএফ চাল বিতরণ করা হয়। আগামী রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জেলায় ভিজিএফ চালের বরাদ্দ দপ্তরে এসে পৌঁছেছে।
সূত্রমতে, জেলার ৬ উপজেলার ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯ পরিবারের মধ্যে রয়েছে ডিমলা উপজেলায় ৬৬হাজার ২১৩, জলঢাকায় ৭৬ হাজার ৮৬৮, ডোমারে ৫২ হাজার ৯২২, সদরে ৮৯ হাজার ৩৭৪, সৈয়দপুরে ৪৩ হাজার ৬৮৩, কিশোরগঞ্জে ৫৫ হাজার ৭২৬, নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১, সৈয়দপুর পৌরসভায় ৪ হাজার ৬২১, জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৮১, ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবার। প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৩ হাজার ৯৮৬ দশমিক ৪৯ মেট্রিক টন চাল বিতরণ হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, ‘বরাদ্দ হাতে এসে পৌঁছেছে। সম্প্রতি ডোমার, ডিমলা এবং জলঢাকা উপজেলায় ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হওয়ায় ওই চাল আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণের চিন্তা করা হচ্ছে।’