ভারতে ঝড়ে ৪১ জনের মৃত্যু

348

নয়াদিল্লি, ১৪ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ ও রাজধানী নয়াদিল্লিতে ধূলিঝড়, বজ্রঝড় ও বৃষ্টি সেই সঙ্গে শক্তিশালী দমকা হাওয়া আঘাত হানায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
দেশটির কর্মকর্তারা সোমবার এ কথা জানিয়েছেন। খবর সিহুয়া’র।
রোববার সন্ধ্যায় এ প্রাকৃতিক দুর্যোগ রাজ্যগুলোতে আঘাত হানে। এতে ব্যাপক ধ্বংসজ্ঞ ও ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের আঘাতে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশে ১৮ জন ও পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যুর কথা জানা গেছে। এছাড়াও এই দুর্যোগে অন্দ্র প্রদেশে ৯ জন ও দিল্লীতে দুই জনের মৃত্যু হয়েছে।
ভূতাত্ত্বিক বিভাগীয় কর্মকর্তারা জানান, প্রচন্ড ঝড় ও ঘণ্টায় ১০৯ কিমি গতিসম্পন্ন ধূলিঝড় রাজধানী ও তার আশেপাশের এলাকায় আঘাত আঘাত হানে।
রাষ্ট্র পরিচালিত ব্রডকাস্ট অল ইন্ডিয়া রেডিও (এআইআর) জানায়, ‘এই দুর্যোগে দুই ব্যক্তির মৃত্যু ও অপর ১৯ ব্যক্তি আহত হয়েছে।’
দুর্যোগের কারণে রাজধানীর বিমান ও ট্রেন চলাচল বিঘিœত হয়েছে। মেট্রোরেল চলাচলে সংকট সৃষ্টি হয়েছে।