স্বাধীনতা চায় না নিউ ক্যালেডোনিয়াবাসী

315

নউমি, ৫ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিউ ক্যালেডোনিয়ার অধিবাসীরা রোববারের গণভোটে স্বাধীনতার দাবিকে প্রত্যাখান করেছে।
তবে ফলাফলে দেখা যায়, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভূখন্ডটি ফ্রান্সের সাথে থেকে যাওয়ার পক্ষে যে পরিমাণ ভোট আশা করা হয়েছিল সে পরিমাণ ভোট পড়েনি। খবর এএফপি’র।
এ গণভোটের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ফ্রান্সের মূল ভূখন্ড থেকে ১৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিউ ক্যালেডোনিয়ার স্বাধীনতার প্রস্তাবের বিপক্ষে ৫৬.৪ শতাংশ লোক ভোট দিয়েছে। নির্বাচনে মোট ৮০.৬৩ শতাংশ ভোট পড়েছে।
এমন ঐতিহাসিক পদক্ষেপ নিতে পেরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গর্ব প্রকাশ করে বলেন, এ গণভোট ছিল ফরাসি প্রজাতন্ত্রের প্রতি আস্থার একটি ইঙ্গিত। ভবিষ্যতেও এই মূল্যবোধ অটুট থাকবে।