নীলফামারী সদর উপজেলায় ৪১৫০ কৃষক কৃষি প্রণোদনা পেয়েছেন

402

নীলফামারী, ৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলার সদর উপজেলায় কৃষি প্রণোদনা পেয়েছেন ৪ হাজার ১৫০ জন কৃষক। ওই প্রণোদনার মধ্যে রয়েছে বিভিন্ন ফসলের বীজ ও সার। ৫৯ লাখ ৪ হাজার ৯ টাকা প্রণোদনা দেওয়া হয়।
কৃষি বিভাগ সূত্রমতে, উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ৬৫ জনের মাঝে গম, ২ হাজার ১৬৫ জনের মাঝে ভুট্টা, ৪৭৫ জনের মাঝে সরিষা, ২৩৫ জনের মাঝে মুগডাল, ১০ জন কৃষকের মাঝে বিটি বেগুনের বীজ বিতরণ করা হয়েছে। প্রতি কৃষকের এক বিঘা করে জমিতে আবাদের জন্য গম বীজ ২০ কেজি করে , ভুট্টা ২ কেজি করে, মুগডাল ৫ কেজি করে, সরিষা ১ কেজি করে ও বিটি বেগুন বীজ ২০ গ্রাম করে বিতরণ করা হয়। পাশাপাশি ভুট্টা, গম, সরিষা, বিটি বেগুন চাষিকে ২০ কেজি করে ডিএমপি সার, ১০ কেজি করে এমওপি সার ও মুগডাল চাষিকে ১০ কেজি করে ডিএমপি সার, ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল হক বলেন, ওই প্রণোদনার বীজ ও সার দিয়ে কৃষক চলতি রবি ও খরিপ-১ মৌসুমে আবাদ করবেন। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ওই প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।