বাসস দেশ-২৯ : রাজধানীতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করল দুদক

304

বাসস দেশ-২৯
দুদক-অভিযান
রাজধানীতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করল দুদক
ঢাকা, ৪ নভেম্বর ২০১৮ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রাজধানীর হাজারিবাগের একটি বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করেছে।
সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার পর সালেহা স্কুল এ্যান্ড কলেজে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদক-এর মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেন, ‘এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ন অমানবিক। এ ধরনের কর্মকান্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনায় দুর্নীত দমন কমিশন প্রস্তুত।’
দুদক-এর উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাসস’কে জানান, অভিযানকালে দুদক টিম দেখতে পায়, এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরম ফিলআপের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি ১৫০০ (এক হাজার পাঁচশ’) টাকার পরিবর্তে সালেহা স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ৪০০০ (চারহাজার) টাকা করে ফি নিচ্ছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিশ্চয়তা দিয়ে বলেছেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না।
বাসস/এএইচজে/অনু-এমকে/১৯৩৫/কেএমকে