বাজিস-৭ : হবিগঞ্জে ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

142

বাজিস-৭
ঘবিগঞ্জ-উদ্বোধন
হবিগঞ্জে ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
হবিগঞ্জ, ৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্র্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম রায়হান জানান, ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজের একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ হচ্ছে। এছাড়াও শহরতলীর বহুলায় এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ে নির্মাণ হচ্ছে ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন। যার নির্র্মাণ ব্যায় ৭৫ লাখ টাকা। এ টাকায় প্রথম তলার নির্মাণ কাজ বাস্তবায়ন হবে। অল্প কিছুদিনের মধ্যেই উভয় ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে জানান তিনি।
ভিত্তি প্রস্থর স্থাপনকালে অন্যান্যের মাঝে আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেকেএন্ড এইচকে হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, গোপায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মিসবাহুল বারী লিটন, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী, এডভোকেট শাহ ফখরুজ্জামান, জাহির মিয়া, জাকারিয়া চৌধুরী, গনি মিয়া, এডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান, আলমগীর মিয়া, নুরুল হক সরদার, এডভোকেট আজিজুর রহমান সজল খান প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতাকালে এমপি আবু জাহির বর্তমান সরকারের বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন।
বাসস/সংবাদদাতা/১৫৫৫/মরপা