বাসস দেশ-২৭ : বিএনপির রণহুংকার হুংকারই থাকবে, বাস্তবে রূপ নেবে না : মেনন

325

বাসস দেশ-২৭
মেনন-জনসভা
বিএনপির রণহুংকার হুংকারই থাকবে, বাস্তবে রূপ নেবে না : মেনন
ঢাকা, ৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অথচ বিএনপি এই সংলাপে খুশী হতে পারছে না।’
আজ শনিবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাও জেলা ইউনিট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাশেদ খান মেনন সংলাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বিএনপি নানা ইঙ্গিতে রণহুংকার দেবার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপি না মানলেও দেশবাসী জানে, বিএনপি’র রণহুংকার হুংকারই থেকে যাবে, বাস্তবে রুপ নেবে না কখনো। এই সংলাপ শেষেও তারা সিদ্ধান্ত নিতে না পারলে আগামী নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ততদিনে দল হিসেবে তারা বিলীন হয়ে যাবে।’
নির্বাচন প্রসঙ্গে মেনন আরো বলেন, ‘নির্বাচনী সংগ্রাম শুরু হয়ে গেছে। একে যারা বাধা দিতে চাইবে জনগণই তাদের প্রতিহত করবে। তারা ভবিষ্যৎ রাজনীতিতেও অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি বর্তমান সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন আর চাইলেও কেউ ঢেকে রাখতে পারছে না। বিদ্যুতের দিকে তাকান, ঘরে ঘরে বিদ্যুৎ, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, কৃষিক্ষেত্রে সাফল্যের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে, ঘরে ঘরে মানুষ স্বচ্ছল জীবন যাপন করছে। শিক্ষা, অর্থনীতি, বৈদেশিক বাণিজ্যসহ সকল দিক দিয়েই বর্তমান সরকার তার যোগ্যতা তুলে ধরতে সক্ষম হয়েছে। তাই কেউ চাইলেও এই সরকারের সমকক্ষ হতে আর পারবে না।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে জনসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহামুদুল হাসান মানিক, আমিনুল ইসলাম গোলাপ, নজরুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দিপু প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সবি/এমএন/১৯৪২/-শহক