বাসস দেশ-২৩ : জেল হত্যার শহীদদের স্মরণে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল

334

বাসস দেশ-২৩
জেল হত্যা-মিলাদ
জেল হত্যার শহীদদের স্মরণে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল
ঢাকা, ৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেল হত্যার ঘটনায় নিহত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের পিতা ক্যাপ্টেন এম মনসুর আলীসহ অন্য শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ মাগরিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডি বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলের শুরুতে নেতৃবৃন্দ জাতীয় চার নেতার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পচাঁত্তর সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
বাসস/বিকেডি/১৯০৫/এএএ