ইন্দোনেশিয়ায় গির্জায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯

326

সুরাবায়া (ইন্দোনেশিয়া), ১৩ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় কয়েকটি গির্জার বাইরে রোববার আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এ সপ্তাহে শুরু হতে যাওয়া রমজানের প্রাক্কালে হামলাটি চালানো হয়। হামলার পর দেশটির সরকার জঙ্গিদের হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
যদিও এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাবায়ায় রোববারের হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। খবর এএফপি’র।
ইস্ট জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা সাংবাদিকদের বলেন, ‘তিনটি গির্জায় হামলা চালানো হয়েছে। এতে নয় জন নিহত ও আহত ৪০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’
এই হামলায় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে তিনটি পৃথক স্থানে এ হামলা চালানো হয়। এর আগে হামলায় দুই জনের নিহতের কথা প্রকাশ করা হয়।