বাসস ক্রীড়া-৩ : মিয়ামিতে ম্যাচ আয়োজনে দর্শকদের সমর্থন চায় লা লীগা

258

বাসস ক্রীড়া-৩
ফুটবল-লা লীগা-মিয়ামি
মিয়ামিতে ম্যাচ আয়োজনে দর্শকদের সমর্থন চায় লা লীগা
মাদ্রিদ, ২ নভেম্বর ২০১৮ (বাসস/এএফপি) : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে লা লীগার ম্যাচ আয়োজনকে সমর্থন করে এর যৌক্তিকতা প্রমাণের জন্য দর্শকদের কাছে আহ্বান জানিয়েছে লীগ কর্তৃপক্ষ। যুক্তরাস্ট্রে লা লীগার ওই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সেলোনা ও জিরুনা।
আগামী ২৬ জানুয়ারি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের অনুমতির জন্য লা লীগা কর্তৃপক্ষ স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বরাবরে আনুষ্ঠানিক যে আবেদন করেছে তাতে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে উভয় ক্লাব। স্প্যানিশ ফুটবলের শীর্ষ এই সংস্থাটি মুলত এই ধারনার বিরোধী। যুক্তরাস্ট্রে এই খেলাটির সম্প্রসারনের এই উদ্যোগের অনুমোদন পাওয়ার জন্য তাই সমর্থকদের সহায়তা কামনা করেছে লা লীগা।
দর্শকদের উদ্দেশ্যে আবেদনে লা লীগা লিখেছে, ‘একবার ভাবুন তো, আপনাদের চোখের সামনেই প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবেন লুইস সুয়ারেজ, ফিলিপ কুটিনহো, ক্রিস্টিয়ান স্টুায়ানি, পর্তুসহ আরো অনেক তারকা ফুটবলার। একটি সত্যিকারের লীগ ম্যাচ, যে ম্যাচের ফলাফলের ভিত্তিতে রয়েছে লীগ পয়েন্ট। তবে এই উদ্যাগ বাস্তবায়নে শুধুমাত্র একটি বাঁধা।’
শীর্ষ নীতি নির্ধারকদের কয়েকজন ভুল বুঝেই বলে বেড়াচ্ছে এই খেলার জন্য যুক্তরাস্ট্র ভাল হবেনা। সুতরাং, তারা যেনো এর পক্ষে বলেন সে জন্য আমাদের, সমর্থকদের লড়াই করতে হবে। তাদের বলতে হবে এটি সমর্থকদের জন্য যেমন ভালো হবে, তেমনি ভালো হবে খেলাটির জন্যও।’
বাসস/এএফপি/এমএইচসি/১৩১০/স্বব