বাজিস-১০ : নীলফামারীতে স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীদের সঞ্চয় আড়াই কোটি টাকা

369

বাজিস-১০
নীলফামারী-সঞ্চয়
নীলফামারীতে স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীদের সঞ্চয় আড়াই কোটি টাকা
নীলফামারী, ১ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় শিক্ষার্থীদের সঞ্চয় আড়াই কোটি টাকা। স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় ১৩টি ব্যাংকের বিভিন্ন শাখায় এ পরিমাণ সঞ্চয় জমা হয়েছে। কার্যক্রমের আওতায় এসব শাখায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থীর সঞ্চয়ী হিসাব চালু রয়েছে।
সূত্রমতে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিতব্যয়ী, অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও সঞ্চয় করার মনোভাব গড়ে তুলতে বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে। সারাদেশের ৪০টি ব্যাংকে এ পর্যন্ত স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীরা এক হাজার ৩৬৯ কোটি টাকা সঞ্চয় করেছে। সে আলোকে নীলফামারী জেলার ১৩টি ব্যাংকের বিভিন্ন শাখায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থীর আড়াই কোটি টাকা সঞ্চয় হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জনতা ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান। তিনি বলেন, গত ৩০ অক্টোবর জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার ১৩টি ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত ‘স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা মেলা’ অনুষ্ঠিত হয়। এসব ব্যাংকের তথ্যে এ পরিমাণ সঞ্চয়ের হিসাব পাওয়া যায়। অংশগ্রহণ বাড়াতে ব্যাংকগুলো কাজ করছে।
বাসস/সংবাদদাতা/২০৩০/-মরপা