বাসস প্রধানমন্ত্রী-৫ (প্রথম কিস্তি) : আত্মকর্মসংস্থানের জন্য সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগাতে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

331

বাসস প্রধানমন্ত্রী-৫ (প্রথম কিস্তি)
শেখ হাসিনা-যুব দিবস-উদ্বোধন
আত্মকর্মসংস্থানের জন্য সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগাতে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১ নভেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মকর্মসংস্থানের জন্য সরকারের সৃষ্ট সুযোগ-সুবিধা কাজে লাগাতে এবং একই সঙ্গে অন্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘একটা চাকরির জন্য অন্যদের দিকে তাকিয়ে থাকার পরিবর্তে তোমাদেরকে নিজেদের পায়ের ওপর দাঁড়াতে হবে। তোমাদেরকে নিজেদের কর্মসংস্থানের জন্য নিজেদেরই উদ্যোগ নিতে হবে এবং একই সঙ্গে অন্যদের জন্যও সুযোগ তৈরি করতে হবে।’
প্রধানমন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় যুব দিবস-২০১৮ এর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন এবং জাতীয় যুব পুরস্কার-২০১৮ বিতরণকালে এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘একজন উদ্যোক্তা বহু লোকের জন্য চাকরির ব্যবস্থা করতে পারে। এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি যুবকদের জন্যও বিভিন্ন সুযোগ সৃষ্টি করছে।’
তিনি জাতীয় যুব দিবস পালনের জন্য যুবকদের অভিনন্দন জানান এবং দিবসের শ্লোগান ‘জেগেছে যুবক গড়বে দেশ, – বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এর প্রশংসা করেন।
চলবে/বাসস/অনু-জেহক/১৯৫৫/বেউ/-আরজি