বাসস বিদেশ-৭ : ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের একটি ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার

235

বাসস বিদেশ-৭
ইন্দোনেশিয়া-বিমান-দুর্ঘটনা
ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের একটি ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার
জাকার্তা, ১ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইনের বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান বৃহস্পতিবার একথা জানান। খবর এএফপি’র।
সোয়েরজান্ত তিজাজোনো এএফপি’কে বলেন, ‘আমরা ওই বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছি।’
‘তবে এটি এফডিআর (ফ্লাইট ডেটা রেকর্ডার) না সিভিআর (ককপিট ভয়েস রেকর্ডার) কোনটি তা এখন পর্যন্ত জানতে পারিনি।’
বিমানটির এ ডিভাইসে ফ্লাইটের গতি, উচ্চতা ও দিক নির্দেশনার পাশাপাশি ফ্লাইট ক্রূদের কথাবার্তার তথ্য থাকে।
উল্লেখ্য সোমবার লায়ন এয়ারের বিমান জাকার্তা থেকে পাংকাল যাওয়ার পথে ১৮৯ আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়। এতে সকল আরোহী প্রাণ হারায়।
বাসস/এমএজেড/১৫১০/জুনা