ইরাকে নির্বাচনে ভোট গ্রহণ শুরু

377

বাগদাদ, ১২ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ইরাকে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে পরাজিত করার পর এই প্রথম দেশটির পার্লামেন্ট নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের মধ্যদিয়ে দেশটিতে শান্তি ফিরিয়ে আনা ও পুনর্গঠন প্রক্রিয়া জোরদার হবে বলে আশা করা হচ্ছে। খবর এএফপি’র।
এএফপি’র সংবাদদাতা জানিয়েছেন, সংঘাতপূর্ণ এ দেশের নিবন্ধিত প্রায় ২ কোটি ৪৫ লাখ ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগে ভোট কেন্দ্র খুলে দেয়া হয়েছে।