চাঁদপুরে ৫২ হাজার শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষা দিচ্ছে

553

চাঁদপুর, ১ নভেম্বর, ২০১৮ (বাসস) : আজ ১ নভেম্বর সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় মোট পরীক্ষার্থী ৫২ হাজার ৭৬২ জন। এদের জন্যে মোট কেন্দ্র হচ্ছে ৭৩টি। মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ৪২ হাজার ৪৮১ জন। আর জেডিসি পরীক্ষার্থী ১০ হাজার ২৮১ জন। জেএসসি পরীক্ষার্থীদের জন্যে কেন্দ্র ৪৯ এবং জেডিসি পরীক্ষার্থীদের জন্যে কেন্দ্র ২৪টি। আগামী ১৮ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে।
চাঁদপুর জেলা প্রশাসকের শিক্ষা শাখার তথ্যমতে, চাঁদপুর জেলার ৮ উপজেলায় জেএসসি পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে পরীক্ষার্থী ৭ হাজার ৬৬৮, কেন্দ্র ৭টি; ফরিদগঞ্জে পরীক্ষার্থী ৫ হাজার ৯০৬, কেন্দ্র ১০টি; হাজীগঞ্জে পরীক্ষার্থী ৬ হাজার ৩১৩, কেন্দ্র ৭টি; শাহরাস্তিতে পরীক্ষার্থী ৪ হাজার ৩৫৮, কেন্দ্র ৫টি; কচুয়ায় পরীক্ষার্থী ৬ হাজার ৪২২, কেন্দ্র ৬টি; মতলব দক্ষিণ পরীক্ষার্থী ৩ হাজার ৩১৯, কেন্দ্র ৪টি; মতলব উত্তর পরীক্ষার্থী ৬ হাজার ৯০১, কেন্দ্র ৯টি এবং হাইমচরে পরীক্ষার্থী ১ হাজার ৬৯৪, কেন্দ্র ১টি।
জেডিসি পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে পরীক্ষার্থী ১ হাজার ৪৮৭, কেন্দ্র ৩টি; ফরিদগঞ্জে পরীক্ষার্থী ২ হাজার ৩৩১, কেন্দ্র ৫টি; হাজীগঞ্জে পরীক্ষার্থী ১ হাজার ৪৫৯, কেন্দ্র ৩টি; শাহরাস্তিতে পরীক্ষার্থী ৯৩৪, কেন্দ্র ২টি; কচুয়ায় পরীক্ষার্থী ২ হাজার ৫৯, কেন্দ্র ৫টি; মতলব দক্ষিণ পরীক্ষার্থী ৭৭২, কেন্দ্র ৩টি; মতলব উত্তর পরীক্ষার্থী ৫৫৫, কেন্দ্র ২টি এবং হাইমচরে পরীক্ষার্থী ৬৮৪, কেন্দ্র ১টি ।
পরীক্ষা কেন্দ্রের চারপাশ ১৪৪ ধারা কঠোরভাবে বলবৎ নিশ্চিতকরাসহ ৩৬টি লিখিত নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।