ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

900

ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে আজ জনপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ-২০১৮ জারি করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ রাতে বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি সংশোধিত আরপিওতে স্বাক্ষর এবং এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছেন।’
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা আগামি নির্বাচনে ইভিএম ব্যবহার করার পথ সুগম করতে আরপিওতে গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুমোদন করে। তবে ওইদিন দশম সংসদের শেষ অধিবেশনে এটি উত্থাপন ও পাস করানো সম্ভব হয়নি।