ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করবেন ট্রাম্প

343

ওয়াশিংটন, ১২ মে, ২০১৮ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রায় ৮শ’ বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
মার্কিন রাষ্ট্রদূত একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ট্রাম্প সরাসরি ভিডিওলিংকের মাধ্যমে না আগে ধারণ করা ভাষণ দেবেন সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যানের মন্তব্য থেকে তাৎক্ষণিকভাবে এটা জানা যায়নি।
ট্রাম্প শুক্রবার এক টুইটার বার্তায় সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আগামী সপ্তাহে ইসরাইলে থাকা মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া হচ্ছে।