বাসস দেশ-৩৭ : পিডিবি’র সাবেক চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক

593

বাসস দেশ-৩৭
দুদক-চার্জশিট-পিডিবি
পিডিবি’র সাবেক চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক
ঢাকা, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চিফ ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার চার্জশিট আজ দুর্নীতি দমন কমিশন (এসিসি) অনুমোদন করেছে। কমিশনের এক সভায় এই চার্জশিট অনুমোদন দেয়া হয় এবং যত দ্রুত সম্ভব এটি আদালতে পেশ করার জন্য দুদকের তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভুইয়া গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় অবৈধভাবে ২৪ লাখ ৪২ হাজার টাকার সম্পদ অর্জনের জন্য শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এ মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণে বলা হয়, শহীদুল ১৯৮৭-৮৮ অর্থবছরে থেকে আয়কর রিটার্ন দাখিল শুরু করেন। কিন্তু তার সেই আয়কর রিটার্নে রাজধানীর গুলশানে তার গৃহিণী স্ত্রী শামীমা আলমের নামে থাকা এক কোটি ৪৭ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাটের উল্লেখ ছিল না। এই ফ্ল্যাট কিনতে শহীদুলের ব্যাংক একাউন্ট থেকে ২৪ লাখ ৪২ হাজার ৪৯ টাকা দেয়া হয়। এদিকে শহীদুল তার আয়কর রিটার্নে মাত্র ২৬ লাখ ৫২ হাজার ৩৫৯ টাকার অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন।
বাসস/অনু-জেহক/২১৪০/বেউ/-কেএমকে