বাসস ক্রীড়া-১৫ : প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই ব্যর্থ ইংল্যান্ডের বোলাররা

307

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-প্রস্তুতি ম্যাচ
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই ব্যর্থ ইংল্যান্ডের বোলাররা
কলম্বো, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে দু’দিনের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনই স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে ব্যর্থ সফরকারী ইংল্যান্ডের বোলাররা।
কলম্বোতে শ্রীলংকা বোর্ড একাদশের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ নামে ইংল্যান্ড। ৩৯২ রানের বিনিময়ে শ্রীলংকা বোর্ড একাদশের ৬ উইকেট শিকার করতে পারে ইংলিশরা। বাকি তিন ব্যাটসম্যান আহত অবসর নেন। দলের পক্ষে মঈন আলী সর্বোচ্চ ২ উইকেট নেন। এছাড়া জেমস এন্ডারসন-ক্রিস ওকস-আদিল রশিদ ও জো ডেনলি ১টি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত প্রথম দিনই ঐ ৯ উইকেটে ৩৯২ রানে ইনিংস ঘোষনা করে শ্রীলংকা বোর্ড একাদশ। দলের পক্ষে কুশল সিলভা ৬২, সাদিরা সামারাবিক্রমা ৫৮ রানে অবসর নেন। মনোজ সরথচন্দ্র ৫৯ অপরাজিত থাকেন।
আগামী ১ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ শেষে ৬ নভেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা ও ইংল্যান্ড।
বাসস/এএমটি/১৯৩৫/স্বব