বাসস ক্রীড়া-১৩ : দ্বিতীয় দিনও মাঠে নামতে পারেনি বরিশাল ও খুলনা; ৩৩৬ রানে অলআউট রংপুর

310

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-এনসিএল
দ্বিতীয় দিনও মাঠে নামতে পারেনি বরিশাল ও খুলনা; ৩৩৬ রানে অলআউট রংপুর
রংপুর, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : বৃষ্টির কারণে ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড প্রথম স্তরে ম্যাচের দ্বিতীয় দিনও মাঠে নামতে পারেনি বরিশাল বিভাগ ও খুলনা বিভাগ। আরেক ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৩৩৬ রানে অলআউট হয়েছে রংপুর বিভাগ। দিন শেষে ২ উইকেটে ৬৪ রান করেছে রাজশাহী। ৮ উইকেট হাতে নিয়ে এখনো ২৭২ রানে পিছিয়ে রাজশাহী।
রংপুরের ক্রিকেট গার্ডেন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩০ রান করেছিলো রংপুর। বাকী ৫ উইকেটে আরও ১০৬ রান যোগ করতে পারে তারা। বাঁ-হাতি স্পিনার সানজামুলের ঘুর্ণিতে কুপোকাত হয় রংপুরের পরের দিকের ব্যাটসমম্যানরা।
নাইম ৬৩ উইকেটরক্ষক ধীমান ঘোষ ১৩ রান নিয়ে শুরু করেন। নাইম ৮৯ ও ধীমান ৫৭ রানে আউট হন। এছাড়া অধিনায়ক সাজেদুল ইসলাম ২৩ রান করেন। ৬৯ রানে ৭ উইকেট নেন রাজশাহীর সানজামুল ইসলাম।
চা-বিরতির আগে রংপুরকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে রাজশাহী। ২২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। মাইশুকুর রহমান ৩ ও সাব্বির হোসেন ১ রানে ফিরেন। দিন শেষে জুনায়েদ সিদিক্কী ৩৫ ও ফরহাদ হোসেন ১৯ রানে অপরাজিত আছেন। রংপুরের রবিউল হক ২টি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
রংপুর বিভাগ-রাজশাহী বিভাগ :
রংপুর বিভাগ : ৩৩৬/১০, ১৩৩.৩ ওভার (নাইম ৮৯, রাকিন ৭৯, সানজামুল ৭/৬৯)।
রাজশাহী বিভাগ : ৬৪/২, ৪১ ওভার (জুনায়েদ ৩৫*, ফরহাদ ১৯*, রবিউল ২/১৮)।
বাসস/এএমটি/১৯০০/মোজা/স্বব