১০৭ বছরে পা রাখলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার

718

ক্যাপটাউন, ৩০ অক্টোবর ২০১৮ (বাসস) : ১০৭ বছরে পা রাখলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এলিন অ্যাশ। আজ (মঙ্গলবার) ১০৭ বছরে পদার্পন করেন ইংল্যান্ডের এই নারী ক্রিকেটার। খেলোয়াড়ি জীবনে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।
১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত হন অ্যাশ। ওই ম্যাচেই ২৩.০০ গড়ে ১০ উইকেট সংগ্রহ করেন তিনি।
একজন বিশেষজ্ঞ বোলার হওয়া সত্ত্বেও দ্বিতীয় বিশ্বকাপের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে আরো ১২ বছর। ১৯৪৯ সালে তিনি ফের টেস্ট ম্যাচ খেলা শুরু করেন। এ সময় চারটি ম্যাচে অংশ নিলেও সংগ্রহ করতে পারেননি কোন উইকেট।
২০১১ সালে প্রথম কোন মহিলা টেস্ট ক্রিকেটার হিসেবে ১০০ বছরে পা রাখেন অ্যাশ। এই মুহূর্তে ৯৫ বছর বয়স নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ টেস্ট ক্রিকেটারের আসনে আছেন দক্ষিণ আফ্রিকার জন ওয়াটকিনস।