ডোমারে কৃষি প্রণোদনা পাচ্ছে ৩ হাজার ৮১৫ কৃষক

412

নীলফামারী, ৩০ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার ডোমার উপজেলায় ৩ হাজার ৮১৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে এই প্রণোদনার আওতায় ৪৪৫ জন কৃষককে সরিষা ও বিটি বেগুন বীজসহ সার প্রদান করা হয়েছে। অবশিষ্টদের মাঝে ভুট্টা, গম, মুগডাল বীজ ও সার বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর ইকবাল বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলায় রবি ও খরিব-১ মৌসুমে আবাদের জন্য ৩ হাজার ৮১৫ জন কৃষক বীজ, সার পাবেন। এর মধ্যে ৪৪০ জনকে ১ কেজি করে সরিষা, ৫ জনকে ২০ গ্রাম করে বিটি বেগুন বীজ ও ২০ কেজি করে ডিএমপি, ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। তারা ওই পরিমাণ বীজ ও সার দিয়ে ১ বিঘা করে জমিতে এসব ফসল ফলাবেন।
এছাড়া এই প্রণোদনার আওতায় ১ হাজার ৯৫ জন ২০ কেজি করে গম, ২ হাজার ৫০ জন দুই কেজি করে ভুট্টা, ২২৫ জন ৫ কেজি করে মুগডালের বীজ পাবেন। এসব বীজ দিয়ে ১ বিঘা করে জমিতে আবাদের জন্য ভুটা ও গম চাষী ২০ কেজি করে ডিএমপি সার, ১০ কেজি করে এমওপি সার ও মুগডাল চাষী ১০ কেজি করে ডিএমপি সার, ৫ কেজি করে এমওপি সার পাবেন।