নাটোরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বাউয়েট শিক্ষার্থীদের শপথগ্রহণ

353

নাটোর, ২৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের রদে ভোঁ অডিটরিয়ামে আজ সোমবার শিক্ষার্থী সমাবেশে ছাত্র-ছাত্রীরা একযোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শপথ গ্রহণ করেছেন।
সমাবেশে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কার্যক্রম গ্রহণ কমিটির সভাপতি ও বিশ^বিদ্যালয়ের ট্রেজারার লে. কর্ণেল (অব:) জি এম আজিজুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ জীবনের স্বাভাবিক চলার পথকে রুদ্ধ করে দেয় এবং জীবন থেকে জীবন কেড়ে নেয়। তাই শিক্ষার্থীসহ সচেতন সবাইকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে এবং এর প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখতে হবে। কমিটির সেক্রেটারি ও বিশ^বিদ্যালয়ের প্রক্টর মো: নাসির উদ্দিন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রারসহ অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।