শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির সম্প্রসারণে ৫,২০,৮২০ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে : শিক্ষামন্ত্রী

1011

সংসদ ভবন, ২৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ও মাল্টিমিডিয়ার ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ৫ লাখ ২০ হাজার ৮২০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (প্রকল্প পর্যায়-২)’ শীর্ষক একটি প্রকল্প গত বছরের ৪ এপ্রিল একনেক সভা অনুমোদন দিয়েছে।
তিনি জানান, এই প্রকল্পের আওতায় দেশের ৩১ হাজার ৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে (২৬ হাজার বিদ্যুৎ সংযোগ ও ৫ হাজার ৩৪০টি বিদ্যুৎবিহীন) মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ৫ লাখ ২০ হাজার ৮২০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সরকারি দলের অপর সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বিভিন্ন বিষয়ের শ্রেণি শিক্ষককে সৃজনশীল পদ্ধতিতে দক্ষ করার লক্ষ্যে ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইএসডিপি)’ এর আওতায় ৪ লাখ ৪২ হাজার ৯১জন এবং ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)’-এর আওতায় ৬৭ হাজার ৪৬৫ জনসহ মোট ৫ লাখ ৯ হাজার ৫৫৬ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।