ভারতের উত্তরাঞ্চলে ঝড় ও বজ্রপাতে ১২ জনের মৃত্যু

347

নয়াদিল্লী, ১০ মে, ২০১৮ (বাসস ডেস্ক): ভারতের উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ঝড় ও বজ্রপাতে কমপক্ষে ১২ জন মারা গেছে।
খবর সিনহুয়ার।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, বজ্রপাত ও ঝড় চলাকালে ইতাওয়াহ জেলায় চারজন, মথুরায় তিনজন, ফিরোজাবাদে দু’জন, আগ্রা, আলীগড় ও কানপুর জেলায় একজন করে মারা গেছে। এদের মধ্যে কয়েকজন বজ্রপাতে এবং কয়েকজন গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে চাপা পড়ায় মারা যায়।
তিনি আরো জানান, দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় এসব জেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে কর্মকর্তারা তা পরিমাপের চেষ্টা করছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ ধূলি ঝড়ের আঘাতে ১২৫ জনের বেশী নিহত ও ৩ শতাধিক লোক আহত হয়েছে।