শিল্পকলা একাডেমিতে প্রখ্যাত শিল্পী পার্বতী বাউল’এর সংগীত সন্ধ্যা আজ

443

ঢাকা, ২৭ অক্টোবর ২০১৮ (বাসস) : উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী পাবর্তী বাউল আজ সন্ধ্যায় ঢাকায় সংগীত পরিবেশন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাউল শিল্পী পার্বতী সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কীরূপ দেখি নয়ন মুদি’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানে একক গান পরিবেশন করবেন।
শিল্পকলা একাডেমির কর্মকর্তা শিল্পী সুজন মাহবুব আজ বাসসকে এই তথ্য জানান।
তিনি জানান, এই শিল্পী বাংলাদেশে অসংখ্যবার গান পরিবেশন করেছেন। তার সাম্প্রতিক কালের সংগ্রহ এবং রচিত বাউল গানগুলো এই আসরে পরিবেশন করবেন। তা ছাড়া বাংলাদেশের বর্তমান প্রজন্মের মানুষ এই শিল্পীর পরিবেশনার সঙ্গে খুব একটা পরিচিত নন। এই চিন্তা থেকে একাডেমি এই শিল্পীর গানের আসরের আয়োজন করেছে।
পার্বতী বাউল উপমহাদেশের একজন প্রখ্যাত বাউল সঙ্গীত শিল্পী। বাউল গানের তত্ত্ব কথাগুলি তিনি তাঁর সাধক শিষ্যদের কাছে গানের সাথে সাথে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোঁসাই এই তিন জনের কাছ থেকে তিনি বাউল দীক্ষা গ্রহণ করেন।