জলঢাকায় দুই দিনের শিশু মেলা আজ সমাপ্ত

353

নীলফামারী, ১০ মে, ২০১৮ (বাসস) : জেলার জলঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী শিশু মেলার আজ সমাপ্ত হবে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার, ভূমি) জহির ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আব্দুল গফফার, জেলা তথ্য কর্মকর্তা আলমগীর কবীর, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জলঢাকা মডেল প্রাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, শিক্ষক মাহমুদুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সিরাজুল ইসলাম।
জেলা তথ্য কর্মকর্তা আলমগীর কবীর জানান, শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করে জেলা তথ্য দফতর। মেলায় উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।