ইন্দোনেশিয়ার পালুতে স্বাস্থ্য সংকট

402

জাকার্তা, ২৭ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার পালুতে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় জনস্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। নতুন করে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মাস আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে ল-ভ- হয়ে যাওয়া শহরটিতে ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়তে পারে বলে সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে।
২৮ সেপ্টেম্বর দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও এর প্রভাবে সুনামির আঘাতে প্রায় ২ হাজার ২শ’ মানুষ মারা যায় ও ২ লাখ ২০ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়ে।
খবর এএফপি’র।
প্রাকৃতিক দুর্যোগ দুটিতে কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে। এদের সকলেই মারা গেছে বলে ধরে নেয়া হয়েছে।
পালুতে এক মাস আগের প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া ৫ হাজার মানুষের লাশ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লাশগুলো পচে রোগ ছড়াচ্ছে।
কর্তৃপক্ষ রোগ ছড়ানো ঠেকাতে গত সপ্তাহে পালুতে হেলিকপ্টারে করে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, রোগবাহী মাছি, মশা ও ইঁদুরের বিস্তার ঠেকাতে এটা জরুরি ছিল।
কিন্তু সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এছাড়াও ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ারও আশঙ্কা করা হচ্ছে।
কয়েকমাস ধরে ভারী মৌসুমি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এটা পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।