বাসস ক্রীড়া-১০ : তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল

623

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ-জিম্বাবুয়ে-ওয়ানডে
তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল
চট্টগ্রাম, ২৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : দ্বিপক্ষীয় তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে এই রেকর্ড গড়েন তিনি। ফলে পেছনে পড়ে গেলেন বাংলাদেশের আরেক বাঁ-হাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। ২০১৪-১৫ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ৩১২ রান করেছিলেন তামিম।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ১৪৪ ও ৯০ রান করেন ইমরুল। তামিমকে টপকে যেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৯ রান দরকার পড়ে ইমরুলের। চট্টগ্রামে তৃতীয় ম্যাচে প্রয়োজনীয় ৭৯ (সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮৮রানে অপরাজিত)রান তুলে তামিমকে টপকে যান ইমরুল।
বাসস/এএসজি/এএমটি/২০৫৫/স্বব